Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
মাইজখার ইউনিয়ন পরিষদ ও তথ্য সেবা কেন্দ্র।
Details

ইউনিয়ন পরিষদ-মাইজখার ইউনিয়ন পরিষদটি চান্দিনা উপজেলার সবচাইতে বড় ইউনিয়ন। এখানে প্রায় দেড় লক্ষ লোকের বসবাস। এটি উপজেলা পরিষদের থেকে সিএনজি যোগে ২৫ টাকায় পরিষদ ভবনের সামনে আসা যায়।

এটি মাইজখার ইউনিয়নের অন্তর্গত বদরপুর বাজারের পশ্চিম পাশে মনোরম পরিবেশে অবস্থিত।

বর্তমান চেয়ারম্যান শাহ মো: সেলিম প্রধান। মোবাইল নং ০১৭৫৭৪৫৮৪৪৮

 

তথ্য সেবা কেন্দ্র-

 রূপকল্প ২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে  মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মিস হেলেন ক্লার্ক ২০১০ সালের ১১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও স েবাকেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করেন। ইউআইএসসি স্থাপনের ফলে গ্রামীন মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। জেলা প্রশাসনের গতিশীল নেতৃত্বের কারনেই ইউআইএসসিসমূহ কাযকর ও টেকসই হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় মাইজখার ইউনিয়নের সাধারন মানুষের দোর গোড়ায় তথ্য সেবা নিশ্চিত করার জন্য ১১ই নভেম্বর সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা নিবাহী অফিসার মো: শামছুল আলম এক জাকজমক পূর্ণ পরিবেশে মাইজখার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রটি চালু করেন। 

 প্রধান উদ্যোক্তা মো: কলিম উল্লাহ মিয়াজী, সহকারী উদ্যোক্তা ছালমা আখতার

 মাইজখার ইউনিয়ন তথ্য সেবায় বিভিন্ন সেবা দেয়া হয়।

  ১। অনলাইনে জন্ম এবং মৃত্যু নিবন্ধন।

  ২। ইন্টারনেট ব্রাইজিং

  ৩। ই-মেইল

  ৪। ভিডিও কনফারেন্স

  ৫। অনলাইনে জমির খতিযান

  ৬। ওয়ারিস সনদ

  ৭। কম্পিউটার প্রশিক্ষণ

 ৮। যে কোন কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফারম ও আবেদন করা সহ অন্যান্য সকল তথ্য প্রদান করা হয়।

 ৯। যে কোন ধরনের নাগরিক সুবিধা পাওয়া যায়।

 ১০। কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়।