সর্ব সাধারণের অবগতির জন্য যানানো যাইতেছে যে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বদরপুর মবীনিয়া শাহী ঈদগাহ মাঠে এক বিশাল জামায়াত অনুষ্ঠিত হবে। উক্ত জামায়াতে ইমামতি করবেন আয়াজ আহাম্মেদ জুবাইরী ছিদ্দিকী আল কুরাইশী জৈনপুরী সাহেব। মাইজখার ইউনিয়নবাসীসহ সকলকে উক্ত জামায়াতে শরীক হওয়ার জন্য অনুরোধ করা হল। প্রকাশ থাকে জামাতের স্থানটি (মাঠটি) সম্পূর্ণ পাকা করা। তাছারা ঐতিহাসিক মবীনিয়া শাহী ঈদগাহ মাঠে আসতে সকল সড়ক পাকা আছে অর্থাৎ যাতায়াতের ব্যবস্থা
ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস